ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৯:৪৯:২৬ PM

৩০০ ফিটে বুয়েটছাত্র নিহত: সুষ্ঠু তদন্তসহ ৬ দফা দাবি

স্টাফ রেপোটার।। দৈনিক সমবাংলা
20-12-2024 06:25:42 PM
৩০০ ফিটে বুয়েটছাত্র নিহত: সুষ্ঠু তদন্তসহ ৬ দফা দাবি

পূর্বাচলের ৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনার বিচার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর পলাশী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা একটি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিং থেকে বুয়েট শিক্ষার্থীরা ৬ দাবি জানান। দাবিগুলো হলো-
১. যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ
২. আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে
৩. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে
৪. তদন্ত কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে
৫. আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান এবং
৬. সড়ক দুর্ঘটনার কারণে আর কারও প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।