ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫,
সময়: ০১:০২:০৪ AM

প্রতিবেশীর সঙ্গে নতজানু ছিলেন শেখ হাসিনা:রিজভী

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
02-11-2024 06:15:04 PM
প্রতিবেশীর সঙ্গে নতজানু ছিলেন শেখ হাসিনা:রিজভী

গত দেড় দশক ধরে সীমান্তে বাংলাদেশের মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হলেও আওয়ামী লীগ কখনও প্রতিবাদ করেনি বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উল্টো প্রতিবেশী দেশের সঙ্গে নতজানু সম্পর্ক রেখেছিলেন শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য কিছুই করেনি। কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে দেশের পুলিশ প্রশাসনসহ সবকিছুকে একাকার করেছিল শেখ হাসিনা।বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর কমান্ডো, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান, কমান্ডার (অব.) মোস্তফা সহিদ,এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম প্রমুখ।