ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫,
সময়: ১২:৩৮:৫০ AM

আলেমেরা ঐক্যবদ্ধ হোন:রফিকুল ইসলাম খাঁন

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
02-11-2024 06:09:08 PM
আলেমেরা ঐক্যবদ্ধ হোন:রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও উলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন চলছে সে আন্দোলনে সকল মতের আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আলেমরা ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।শনিবার (২ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর নাইস কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উলামা বিভাগ আয়োজিত ‘উলামা মাশায়েখ’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইসলামী ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা যে যাই করি না কেন, ভোটের দিন আমাদের বাক্স হবে একটি। সকল ইসলামী দল যদি এক হয় তাহলে এদেশে ইসলাম কায়েম হবেই হবে। সমস্ত দ্বীনের ওপর ইসলামকে বিজয়ী করাই উলামায়ে কেরামের দায়িত্ব। নবী রাসুলগণের উত্তরসূরি ওলামাগণ। নবী রাসূলগণদের উত্তরসূরি হতে হলে উলামাদের একনিষ্ঠ হতে হবে। নবী রাসুলগণের কাজ আমাদের করতে হবে।তিনি বলেন, আলেমদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের কাজ করা। আর আমাদের দেশের প্রতিটি মসজিদ হবে দ্বীন চর্চার কেন্দ্র, ইসলাম প্রচার ও প্রসারের প্রধান কেন্দ্রবিন্দু। সেই লক্ষ্যে আমাদের আলেম সমাজকে কাজ করতে হবে।তিনি আরও বলেন, আমরা যারা তাফসির করি তাদের উচিত কথা-কাজে মিল রাখা। আলেমদের উচিত দ্বীনের কাজে নিজেকে শপে দেওয়া। জামায়াত ও কওমি মাদ্রাসার মাঝের যে দেয়াল রয়েছে জামায়াত তা ভাঙতে চায়। আগামাীর দেশ হবে ইসলামের আগামীর দেশ হবে উলামায়ে কেরামদরের।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি ড. মাওলানা মুফতি খলিলুর রহমান মাদানী। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, কেবল উলামায়ে কেরামের ইমামতিতেই এদেশে শির্ক-বিদয়াতমুক্ত, অপরাধ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব।

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নিজাম উদ্দিন, মজলিসে মুফাস্সরিন রাজশাহী মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক প্রফেসর আব্দুস সালাম আল মাদানী, উলামা মাশায়েখ রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা মোস্তফা আল মারুফ, মাওলানা ইয়াহিয়াসহ রাজশাহীর বিভিন্ন আলেম-উলামারা।