ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪,
সময়: ১০:১৯:৪০ PM

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
20-12-2024 12:03:10 PM
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন নামে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।শুক্রবার (২০ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর উত্তরার শাহ মখদুম রোডের ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে সকাল ১০টা ৩৮ মিনিট নাগাদ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ১০টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার, ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি।