ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪,
সময়: ১১:২০:৫০ PM

বেগমগঞ্জে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৩

জেলা সংবাদদাতা।। দৈনিক সমবাংলা
04-05-2024 12:42:03 PM
বেগমগঞ্জে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী  নিহত হয়েছেন।  শনিবার (০৪ মে) সকালের দিকে উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে।চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে ডুবে গেলে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়।