ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫,
সময়: ০৬:৪৭:১৫ PM

লোহাগাড়ায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
04-11-2025 06:47:15 PM
লোহাগাড়ায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া নয়ারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।নিহতরা হলেন- পদুয়া নয়ারহাট এলাকার জালাল আহমেদের ছেলে আবছার (৪০), চুনতি এলাকার আবদুল বারেকের ছেলে মো. জোবায়ের (২৫) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকার মো. বাবুলের ছেলে জাহেদ (২৭)।সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ।তিনি বলেন, পদুয়া নয়াহাট এলাকায় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটিতে থাকা তিন আরোহী ঘটনাস্থলে মারা যান। আমরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছি।