ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ১২:৪৮:৩৮ PM

গাজীপুরে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
05-04-2025 12:48:38 PM
গাজীপুরে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ লাইনচ্যুত

কমলাপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের চার নম্বর লাইনে ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে দিনগত রাত ৩টার দিকে ইঞ্জিন উদ্ধারের পর ট্রেনটি ছেড়ে যায়।বিষয়টি  নিশ্চিত করেছেন স্টেশনটির মাস্টার হানিফ আলী। তিনি বলেন, রাত ১১টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশনের চার নম্বর লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিন আউটার সিগনালে লাইনচ্যুত হয়। তবে ১ ও ২ নাম্বার লাইন চালু থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।তিনি আরও বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে রাত ৩টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটিকে রেললাইনের ওপর ওঠানো হয়। এরপর ট্রেনটি জয়দেব থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।