ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
সময়: ০৫:৪১:৩৯ PM

অত্যাচারীর কাছে মাথানত কইরেন না: হাসনাত

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
15-02-2025 04:16:47 PM
অত্যাচারীর কাছে মাথানত কইরেন না: হাসনাত

সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে- এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।তিনি বলেন, যেখানে দুর্নীতি, গুম-খুন হবে না, এমন বাংলাদেশই চাই আমরা। যেখানে সব ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। যে বাংলাদেশে আর আলেম-ওলামাদের মাইক কেড়ে নেওয়া হবে না। তাদের জেলে যাওয়ারও ভয় থাকবে না।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরিফের মাহফিলে তিনি এসব কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদের কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদের ঠিক করতে পারবে না, যতক্ষণ না আমরা নিজেরা ঠিক হই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঘুস থেকে দূরে থাকবেন। তদবির কোনো ভালো জিনিস না। আপনি যদি মনে করেন আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি, তার থেকে বিশেষ সুযোগ-সুবিধা নেবেন, সেটাও এক ধরনের অপরাধ।তিনি আরও বলেন, আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথানত কইরেন না। সুদের কাছে মাথানত কইরেন না। আমরা ছোট ছোট মানুষ, আমাদের বয়স ২৫-২৭ বছর। এই বয়সের ছেলেরা এখন পর্যন্ত হয়তো পরিবারের হাল ধরেনি, এখনো বাসা থেকে ৫০০ টাকা ১০০০ টাকা নিয়ে চলে। এই বয়সে আমাদের দেশ সংস্কার করতে হচ্ছে। আমাদের ভুল হচ্ছে, ভুল করছি, আমরা দেখছি, আমরা শিখছি, আমাদের ভুল হলে আপনারা পথ দেখাবেন। আমরা সেই পথে দেশটাকে এগিয়ে নেবো।