ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
সময়: ০৭:১৬:০৪ PM

‘সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু দল’

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
14-02-2025 05:36:51 PM
‘সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু দল’

অন্তর্র্বতী সরকারের দেওয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন । ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্র্বতী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান মির্জা আব্বাস।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলের সদস্য করা যাবে না।’দলের মধ্যে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন নেই, ১০ জন ভালো ও নিষ্ঠাবান কর্মী হলেই চলবে।’

তিনি বলেন, ‘একটি কুচক্রী মহল নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপির ওপর নানা অপবাদ দিচ্ছে। দলের কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের গ্রেপ্তার করতে হবে।সবাইকে খুব সাবধান হতে হবে, ইতিহাস ভুলে গেলে হবে না। ২০০৮ এর মত ভুল করবে না কেউ।’