ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫,
সময়: ০১:১১:২১ AM

ছেলের বাসায় ফিরেছেন খালেদা জিয়া

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
26-01-2025 12:50:20 PM
ছেলের বাসায় ফিরেছেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার লন্ডনের সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) খালেদা জিয়াকে তার বড় ছেলে তারেক রহমান বাসায় নিয়ে যান। এর আগের দিন বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে প্রতিদিনই ডাক্তাররা নতুন করে কমবেশি পরীক্ষা-নিরীক্ষা দেন। তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বলেন, কারণ উনার বয়সটা একটা বিবেচ্য বিষয়।ওষুধের মাধ্যমে উনার যে চিকিৎসা চলছে, তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসক একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে।খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বলেন, ওষুধের মাধ্যমে তার যে চিকিৎসা চলছে, তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসক একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে।

ডা. জাহিদ আরও জানান, বর্তমানে খালেদা জিয়ার লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস—প্রতিটির জন্য ওষুধ দিয়ে চিকিৎসা চলছে। আপাতত ওষুধের মাধ্যমেই তার চিকিৎসা চলবে। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সে জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিনস হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন। যাতে এক ছাদের নিচে সব চিকিৎসা হয়।লন্ডন দ্য ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় ডাক্তারের পরামর্শে খালেদা জিয়াকে প্রতিদিন বাসা থেকে খাবার দেওয়া হয়। ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবায়দা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই কন্যা জাফিয়া ও জাহিয়া রহমান তাকে নিয়মিত দেখাশোনা করেন। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ তার নিত্যসঙ্গী।গত ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়।

মা ও ভাইসহ গণতন্ত্র আন্দোলনের আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা খালেদা জিয়া, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো এবং গণতন্ত্র আন্দোলনে আত্মত্যাগকারী সব শহীদের জন্য দোয়া চেয়েছেন। শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার প্রয়াত ভাইয়ের জন্যও প্রাণ খুলে দোয়া করবেন।’ তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তা পর্যায়ক্রমে আরও পরিবর্তন আনতে পারে। সাধারণ মানুষের প্রত্যাশা বাড়ছে। আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করি।’

তারেক রহমান বলেন, ‘আমাদের দেশ ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আসুন, যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি। একই সঙ্গে, যে গণতন্ত্র বাংলাদেশ চায়, সেই গণতন্ত্র রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদেরও স্মরণ করি। বিশেষ করে ১৯৯০ সালের স্বৈরাচার পতনের পর থেকে গণতন্ত্র রক্ষায় যে ষড়যন্ত্র হয়েছে এবং যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, তাদের জন্য দোয়া করি। শুধু রাজনৈতিক নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমরা তাদেরও স্মরণ করি।’তারেক রহমান আরও বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আসুন, আমরা তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের জন্য দোয়া করি। আমাদের লক্ষ্য হচ্ছে, জনগণের প্রত্যাশিত সেই দেশ গড়ে তোলা, যা তাদের আকাঙ্ক্ষা পূরণ করবে।’ অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।