ঢাকা, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫,
সময়: ০৭:২৭:১৫ AM

বিএনপির‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’শুরু

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
19-01-2025 08:02:12 PM
বিএনপির‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রম শুরু হবে আগামীকাল সোমবার থেকে। ওই দিন বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হবে।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ এবং বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকবৃন্দসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে যথাসময়ে ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।