শহীদ ইসমাইল। রিকশাচালক। রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে সে। হামাগুড়ি দিয়ে সহযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের (গেট দারোয়ান) কাছে। The saddest part of the story is গেট দারোয়ানরা সেদিন গেট খুলে দেয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির উপরেই প্রাণ হারায় শহীদ ইসমাইল। ফটোগ্রাফার তোলেন ছবি। পুলিশ চেয়ে চেয়ে দেখে ইসমাইলের মৃত্যু, বুলেটের বিজয়। এই পুলিশ কিন্তু এখনো বাইরে। শহীদ ইসমাইলের হাড় মিশে যাবে মাটিতে, কবরে জেগে উঠবে বাঁশের ঝাড়। কিন্তু পুলিশ ঘুরবে লোকালয়ে, স্বাধীনভাবে, খুনের দায় নিয়ে।