ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫,
সময়: ১০:৫৮:৫৯ AM

রুকন আফিয়া আক্তারের ইন্তেকালে শোক

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
17-01-2025 03:35:46 PM
রুকন  আফিয়া আক্তারের ইন্তেকালে শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা  মহানগরী উত্তরের হাতিরঝিল পশ্চিম থানার মহিলা বিভাগের  রুকন  আফিয়া  আজ সকাল ১১ টায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! তিনি দীর্ঘদিন বয়সজনিত অসুস্থতা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমার প্রথম জানাজার নামাজ আজ বাদ জু’মা হাতিরঝিল ঝিলপার জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে তার লাশ শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার  ঠেঙ্গারবাড়ী গ্রামে নেওয়া হয় এবং বাদ এশা সেখান দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।
ঢাকায় নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক  মু. আতাউর রহমান সরকার, হাতিরঝিল পশ্চিম থানা আমীর ইউসুফ আলী মোল্লা, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদ এবং বড় মগবাজার ওয়ার্ড সভাপতি আব্দুল বাসির সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

শোকবাণী
আফিয়া আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম আফিয়া আক্তার ছিলেন ইসলামী নারী আন্দোলনের একজন একজন অগ্রসৈনিক। তিনি ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে গণমানুষের মুক্তির স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যেই জীবনের শেষদিন পর্যন্ত অবিচল ছিলেন। তার মৃত্যুতে ইসলামী নারী  আন্দোলন একজন সহকর্মীকে হারালো।
মহানগরী নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা  করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোওয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।