ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫,
সময়: ০৯:৫০:১৮ PM

জামায়াতের কম্বল পেয়ে খুশি এতিম শিশুরা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
11-01-2025 07:30:07 PM
জামায়াতের কম্বল পেয়ে খুশি এতিম শিশুরা

লক্ষ্মীপুরে শীতের প্রকোপ বেড়েই চলছে। দুর্ভোগসহ কষ্টে পড়েছেন বৃদ্ধ ও শিশু সহ সকল বয়সী মানুষ। আর শীতের কষ্ট ভাগাভাগি করে নিতে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রায়পুর পীর বাড়ির এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করে জামায়াতে ইসলামী। এদিন কম্বল পেয়ে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিশুরা।রায়পুর পৌর ৩নং ওয়ার্ডের পীর বাড়ি ইউনিট জামায়াতের উদ্যোগে ও জামায়াত নেতা প্রবাসী সোলাইমান বিন সিদ্দিকের অর্থায়নে এতিমখানার শিশু বৃদ্ধ পুরুষ ও মহিলাদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়। এডভোকেট মো রেজাউল হকের সার্বিক সহযোগিতা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমীন ভূইয়া, পৌর জামায়াতের নায়েবি আমীর এডভোকেট কামাল উদ্দীন সহ ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণী অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বরায়পুর পৌর জামায়াত সবসময় দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।