ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫,
সময়: ০৩:৫৬:৪৮ AM

৬ -১১ জানুয়ারি জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
04-01-2025 01:21:31 PM
৬ -১১ জানুয়ারি জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে মানুষের প্রত্যাশা জানতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে যৌথভাবে জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার (০৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর বাংলা মটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্র্বতী সরকার যেহেতু নিজেই বলেছেন তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবেন। তাই আমরা গত ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র প্রকাশ করা থেকে বিরত থেকেছি। কিন্তু এখনো এ বিষয়ে সরকারের কোনো কার্যক্রম আমরা দেখিনি। তাই আমরা দাবি করছি আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যেমন সব শ্রেণির মানুষের অংশগ্রহণ ছিল, একইভাবে আমরা প্রত্যাশা করি এ ঘোষণা পত্রে প্রত্যেক শ্রেণির আকাঙক্ষার প্রতিফলন থাকবে।