ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ০১:২৫:১৬ PM

দিল্লি থেকে স্ট্যান্ড কমান্ডে সরালো শেখ হাসিনাকে

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
21-03-2025 02:05:57 PM
দিল্লি থেকে স্ট্যান্ড কমান্ডে সরালো শেখ হাসিনাকে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশজুড়ে গণহত্যা চালানোর পর পালিয়ে ভারতের নয়দিল্লিতে আশ্রয় নেয় শেখ হাসিনা। সেখান থেকে তাকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠে বারংবার। তবে, এবার সেই গুঞ্জন সত্যি হয়েছে।কি কারণে আর কোথায় সরানো হলো হাসিনাকে? এনিয়ে বিশ্বস্ত সূত্রের খবর হাসিনাকে নিরাপত্তার ইস্যুতে সরিয়ে নেওয়া হয়েছে দিল্লি থেকে।দিল্লির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী, বর্তমানে দিল্লি থেকে সরিয়ে হাসিনাকে স্ট্যান্ড কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। যদিও ভারতীয় প্রসাশনের কেউ এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য এখনো পর্যন্ত দেয়নি।পালানোর পর ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট তাদের এক নিউজে হাসিনার দিল্লির অবস্থান তুলে ধরে। তাদের সেই প্রতিবেদন অনুযায়ী হাসিনা দিল্লির একটি বিশেষ এলাকার নিরাপত্তাবেষ্টিত একটি বাড়িতে অবস্থান করছেন।এদিকে বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও পররাষ্ট্রনীতির তোয়াক্কা না করে মোদি ঠিকই এই হাসিনাকে রেখে দেয় ভারতে। বাংলাদেশের জনগণের সাথে মোদির সম্পর্ক যাই হোক না কেন তাতে কিছুই যায় আসে না, সবকিছুর ঊর্ধ্বে শেখ হাসিনা, যা দেশটির কর্মকাণ্ডে উঠে এসেছে। মোদির তার ভাষ্যমতে, যেকোনো মূল্যে হাসিনাকে রাখতেই হবে ভারতে। তিনি হাসিনাকে আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি ভারত, তারা রীতিমতো বাংলাদেশ নিয়ে লেগে পড়েছে প্রপাগান্ডা ছড়াতে। যেকোনো মূল্যে ওরা বাংলাদেশে ফেরাতে চায় হাসিনাকে।