ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ০১:২৪:০১ PM

দুস্থদের মাঝে ইফতার বিতরণ যুবদল নেতা মিরাজের

স্টাফ রিপোটার।।দৈনিক সমবাংলা
20-03-2025 07:42:15 PM
দুস্থদের মাঝে ইফতার বিতরণ যুবদল নেতা মিরাজের

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ  করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।বৃহস্পতিবার (২০ মার্চ) রমজানের ১৯ তম দিনে রাজধানীর বিমানবন্দর থানা যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব দুস্থ ও  অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন মিরাজ।এ সময় মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন,বিএনপি গণমানুষের দল। জনগণের পাশে থাকাই বিএনপির লক্ষ্য। এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতেই বিএনপি কাজ করে যাচ্ছে। এসময় মিরাজ রমজান নিয়ে জনকল্যাণ মূলক এ আয়োজন পুরো রমজান মাসজুড়ে চলবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।