ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ১১:৫৯:২২ PM

ঈদযাত্রা নির্বিঘ্নে করার নির্দেশনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
18-03-2025 07:21:13 PM
ঈদযাত্রা নির্বিঘ্নে করার নির্দেশনা সভা অনুষ্ঠিত

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন‍্য পুলিশ বিভাগ, বিআরটিএ, পরিবহন মালিক শ্রমিকদের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ১৮’মার্চ মঙ্গলবার সায়দাবাদ বাস টার্মিনালে করনীয় নির্দেশনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য রাখেন শামছুর রহমান শিমুল বিশ্বাস,পুলিশের অতিরিক্ত কমিশনার সরোয়ার হোসেন, ট্রাফিক বিভাগের ডিসি (ওয়ারি) আবুল কালাম আজাদ, মালিক সমিতির সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আব্দুর রহিম বক্স, হুমায়ন কবির খান প্রমুখ নেতৃবৃন্দ । সভায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী , গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশনসহ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার আন্তঃমন্ত্রণালয় সভায়  গৃহীত সিদ্ধান্তের কথা সকলকে অবহিত করা হয়। ঈদের আগেই জরুরি ভিত্তিতে ঢাকা নগরীতে সকল বাস টার্মিনাল এই মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলেও উল্লেখ করা হয়। সভায় অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকেট কালোবাজারি, যাত্রীর মালামাল চুরি, ছিনতাই, সড়ক পথে দুর্ঘটনা, চাঁদাবাজী, ডাকাতি প্রতিরোধসহ নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়োজিত মালিক, শ্রমিক, পুলিশের প্রতিনিধিদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহব্বান জানানো হয় ।