
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন বলেছেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে জামায়াতে ইসলামী নৈতিক দায়িত্ব এবং ইবাদত মনে করে।জামায়াত কেবলমাত্র নির্বাচন উপলক্ষে নয় সারা বছরই নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে।তিনি রোববার বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিল্পাঞ্চল থানার উদ্যোগে নিকেতন বাজারে রোজাদারদের মাঝে ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। হয়। থানা আমীর, সাবেক ছাত্র নেতা কলিম উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক মোহাম্মদ উল্লাহ ভূইয়া হারুন, থানা সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুদ্দিন জাহিদ ও থানা কর্ম পরিষদ সদস্য নূর মোশাররফ।
সাইফুল আলম খান মিলন বলেন,আগামীতে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ও সর্বস্তরের মানুষের অধিকার ফিরে পেতে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। জামায়াত সে ধরনের রাষ্ট্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।এ প্রচেষ্টায় শামিল হতে সকলকে এগিয়ে আসতে তিনি আহবান জানান। শিল্পাঞ্চল এলাকার প্রায় ২ শতাধিক গরীব-অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।