ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
সময়: ০৮:২০:৫৬ PM

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হলেন মাহফুজ আলম

ডেস্ক রিপোটার।। দৈনিক সমবাংলা
26-02-2025 07:38:27 PM
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হলেন মাহফুজ আলম

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের মাঝে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। প্রজ্ঞাপনে ১ নম্বর ক্রমে দেখা যায়, প্রধান উপদেষ্টার অধীনে মোট সাতটি মন্ত্রণালয় ও বিভাগ। সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রয়েছে।