ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪,
সময়: ১১:২০:০৯ PM

বিএইচবিএফসি-এএফডি দ্বিপাক্ষিক সভা

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
03-12-2024 11:20:07 PM
বিএইচবিএফসি-এএফডি দ্বিপাক্ষিক সভা

গত ১৮ জুন, রবিবার বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ও ফ্রান্স ভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান দ্যা এজেন্সিজ ফ্রাঞ্চাইজ দা ডেভেলপমেন্ট (এএফডি) এর মধ্যে এক দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। রাজধানীতে বিএইচবিএফসি ভবনে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির পর্ষদ চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুল মান্নান- এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এএফডি'র অর্থায়নে এ্যাফোর্ডেবল এবং গ্রীণ-ফিচার্ড বিল্ডিং বিনির্মাণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এএফডি'র টাস্ক টীম লিডার মিস ম্যারি রেল, আর্থিক ব্যবস্থাপনা বিভাগের টাস্ক টীম লিডার মি. থমাস জোসেলিন এবং এএফডি বাংলাদেশ অফিসের প্রজেক্ট অফিসার মিস তামান্না বিনতে রহমান সভার আলোচনায় অংশগ্রহণ করেন।