সৌদি আরবের মদিনার কাছে উমরাহযাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মদিনার কাছে উমরাহযাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষের পর আগুন ধরে যায়। এতে ৪২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বাসের বেশিরভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ অঞ্চলের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী ও পুলিশ পৌঁছেছে।
এ দুর্ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদের দূতাবাস এবং জেদ্দার কনসুলেট নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য কাজ করছে। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেন।
এ দুর্ঘটনায় জেদ্দার কনসুলেটে ২৪ ঘণ্টা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে মুফরিহাত নামে পরিচিত একটি স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা উমরাহর আনুষ্ঠানিকতা শেষে মক্কা থেকে মদিনার পথে ফিরছিলেন। স্থানীয় গণমাধ্যম জানায়, বাসে থাকা অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন।