ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫,
সময়: ০৪:২৪:৫৬ AM

জনতা ব্যাংক মেহেরপুর শাখার গ্রাহক সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি:
12-07-2024 07:18:11 PM
জনতা ব্যাংক মেহেরপুর শাখার গ্রাহক সমাবেশ


“আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা” এই স্লোগানে কাস্টমার সচেতনতা সপ্তাহ উপলক্ষে জনতা ব্যাংক পিএলসি মেহেরপুর শাখার গ্রাহকদের নিয়ে সচেতনতা মূলক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি খুলনা বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার বিকালে জনতা ব্যাংক পিএলসি মেহেরপুর শাখার আয়োজনে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডিজিএম জাকির হোসেন,এজিএম আশরাফুজ্জামান। সমাবেশে শাখার ব্যবস্থাপক আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে উপস্থিতি ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুলতানুল হক, প্রিন্সিপাল অফিসার মঈনুল হক, গ্রাহক বাবলু মিয়া,লিজ্জু মিয়া,আবদুর রাজ্জাক সহ  অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং ব্যাংকের বিভিন্ন শ্রেণীর গ্রাহকেরা। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে তিনজন সেরা গ্রাহককে সংবর্ধনা প্রদান করা হয়।