ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫,
সময়: ১১:১১:৫৫ AM

ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
20-08-2025 11:11:55 AM
ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

 ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কক্সবাজার জেলার সব শাখা-উপশাখা, খাতুনগঞ্জ করপোরেট শাখা ও বান্দরবানের লামা শাখার কর্মকর্মতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের হোটেল সী-পার্ল রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও মিফতাহ উদ্দীন।ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোন প্রধান মিয়া মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ সিরাজুল কবির। ধন্যবাদ জ্ঞাপন করেন কক্সবাজার শাখা প্রধান মো. আনিসুর রহমান। সম্মেলনে প্রধান কার্যালয়, জোন, শাখা ও উপশাখার নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন।