ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫,
সময়: ০৫:৪৩:০৫ AM

সরকারের কাছে তিন দাবি জানালেন নাহিদ

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
09-05-2025 08:09:30 PM
সরকারের কাছে তিন দাবি জানালেন নাহিদ

আওয়ামী লীগ নিষিদ্ধের চলমান আন্দোলনের মাঝেই সরকারের কাছে তিনটি দাবি উপস্থাপন করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবিগুলো তুলে ধরেন তিনি। নাহিদ ইসলামের দাবিগুলো হলো- এক. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।  দুই. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। তিন. জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এদিকে শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকা শহরে মার্চ করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ।