
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে আবারও চরম উত্তেজনা বিরাজ করছে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন। তারা কার্যালয়টি লক্ষ্য করে ইট মারছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার ঠিক পর কার্যালয়টির সামনে অবস্থান নেয় সাবেক ভিপি নুরের নেতাকর্মীরা।খোঁজ নিয়ে জানা গেছে, এই মুহূর্তে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকশ লোকজন জড়ো হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ রয়েছে। তারা আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ ও আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে।