ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
সময়: ০১:৩৬:৪৩ AM

গোপালগঞ্জে অব্যাহত থাকবে কারফিউ

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
17-07-2025 07:12:53 PM
গোপালগঞ্জে অব্যাহত থাকবে কারফিউ

গোপালগঞ্জে চলমান কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে এ কারফিউ জারি করা হয়।