
গত এক বছরে অসদাচরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দুর্বৃত্তপনার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের কেউ অনৈতিক বা সহিংসতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রুহুল কবীর রিজভী বলেন, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, দলের নামে কেউ কোনো অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী বা সহিংসতামূলক কর্মকাণ্ড করলে সে রেহাই পাবে না।আমরা তাৎক্ষণিক তদন্ত করে ভিডিও-অডিওসহ যাবতীয় তথ্য-প্রমাণ যাচাই করে দেখছি। যদি দেখা যায় কেউ দায়ী, তাহলে আমরা বিন্দুমাত্র দেরি না করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘দলের অভ্যন্তরে, প্রতিবেশী কারো সঙ্গে বা অন্য যে কারো সঙ্গে কেউ সহিংস আচরণ বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছেন।৫ আগস্টের পর থেকে যেসব তথ্য পেয়েছি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নেতাকর্মীদের আচরণ প্রসঙ্গে রিজভী বলেন, ‘নেতাকর্মীদের দায়িত্ব হলো মানুষকে বোঝানো, তিনি একজন ভালো মানুষ, একজন বিনয়ী মানুষ। রাজনীতিকদের সমাজে সবচেয়ে উন্নততর মানুষ হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে।’
সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় নেওয়া শাস্তিমূলক পদক্ষেপের বিবরণও তুলে ধরেন রিজভী আহমেদ।তিনি বলেন, ‘কুড়িগ্রামের চিলমারীতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর ও নিজেদের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাঈদ হোসেন পাখি এবং সদস্য আবদুল মতির শিরিনকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি মডেল থানার পাচথুবী ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দলের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রবাজিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।তিনি মহিলা দলের চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভানেত্রীকে মারধর করেছেন বলে অভিযোগ ওঠে।
রিজভী বলেন, ‘এটা অত্যন্ত অনৈতিক ও কাপুরুষোচিত কাজ। তাই তাঁকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।’
এ ছাড়া ঢাকার মহাখালীতে জাকারিয়া বারে ঢুকে ভাঙচুর ও নারীদের ওপর হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বনানী থানা যুবদলের আহবায়ক মুনির হোসেনকে তৎক্ষণাৎ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।