ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫,
সময়: ০৮:১৭:৩৪ AM

জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিয়ে ইসির গেজেট

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
03-07-2025 07:37:40 PM
জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিয়ে ইসির গেজেট

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি এবার গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। িবৃহস্পতিবার (৩ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি জানান। গত ২৪ জুন জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়। সেখান থেকে গত ২৬ জুন গেজেটটি প্রকাশ করা হয়। ইসি সচিব আখতার আহমেদের প্রকাশ করা গেজেটে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০ (বি) ধারার শর্তানুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের প্রদত্ত রায়ের সূত্রে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন। গেজেটে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হলো।
 
ইসির এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নির্বাচনে অংশগ্রহণে সব আইনি অধিকার নিশ্চিত হলো। তবে এখনো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকটি নির্বাচনী বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি। শিগগিরই সে কাজটিও সম্পন্ন করবে সংস্থাটি।