ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫,
সময়: ০২:২৬:০২ AM

দ্রুত নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন: ফারুক

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
23-05-2025 04:01:53 PM
দ্রুত নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন: ফারুক

অন্তর্র্বতী সরকার থেকে তিনজন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। একই সঙ্গে পদত্যাগ না করে দ্রুত নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে 'জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও' শীর্ষক মুক্ত প্রতিবাদসভায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।ফারুক বলেন, অন্তবর্তী সরকারের তিন উপদেষ্টা নিজেরা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করান।তবে তিনি কারো নাম উল্লেখ করেননি।প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন- এমন খবরে মন খারাপ হয়েছে জানিয়ে ফারুক বলেন, ‘আপনি ব্যক্তিগত ইউনূস নন, আপনি জনগণের। আপনি বলেছেন পদত্যাগ করতে চাই, এসব দেখে আমার মন খারাপ হয়েছে।’ দেশে যে অস্থিরতা চলছে, তা কারা করছে? প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা।তিনি বলেন, এ অস্থিরতার দায়ভার বিএনপি নেবে না। পদত্যাগ না করে দ্রুত নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বিএনপির এই নেতা আরো বলেন,  ‘আপনাকে কেন বসিয়েছিলাম? ৯ মাস আপনি কী করলেন? আপনার না পারার কারণ জানতে চাই? আমরা চাই না আপনার পদত্যাগ। একটি নির্বাচনের রোডম্যাপ দেয়া হচ্ছে না।কাদের কথায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হলো না?’