ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫,
সময়: ১০:০০:১৪ AM

ভাইকে ইয়াবা সাপ্লাই করায় বোন আটক

মোঃ শাকুর খান শুভ, কেরাণীগঞ্জ প্রতিনিধি
01-05-2025 10:00:14 AM
ভাইকে ইয়াবা সাপ্লাই করায় বোন আটক

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়ে ইয়াবা সরবরাহের সময় কাঞ্চি রানী (৩২) নামের এক নারী দর্শনার্থীকে হাতে নাতে আটক করেছে কারা কর্তৃপক্ষ। আটক কাঞ্চি রানীর স্বামীর নাম খগন চন্দ্র,সে রাজধানীর নাখালপাড়া পেপসি গলি এলাকায় বসবাস করেন। ২ আগষ্ট বুধবার সকালে কেন্দ্রীয় কারাগারের দর্শনার্থীদের রুমের ভেতর থেকে তাকে আটক করা হয়।কারা সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে মাদক মামলায় আটক  সজীব চন্দ্রকে তার বোন কাঞ্চি রানী দেখতে কারাগারে আসেন। দর্শনার্থী টিকেট কেটে সাক্ষাতের জন্য ভবনের ১ম তলার রুমে যাবার পরে সে গ্রিলের ভেতর দিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেট কারাবন্দি ভাইয়ের হাতে দিতে গেলে কর্তব্যরত কারারক্ষী মোঃ ইস্পাহানি (কারারক্ষী নং ১৩৫৩৮) তাকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে একজন মহিলা কারারক্ষী তাকে আটক করে রিজার্ভ গার্ড রুমে নিয়ে যায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দর্শনার্থীদের রুমের ভেতর ইয়াাবা সরবরাহকারী এক মহিলাকে আটক করা হয়েছে। তার সাথে একজন পুরুষ দর্শনার্থী রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।