ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সময়: ০৩:৫২:৩০ PM

প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক

কেরানীগঞ্জ প্রতিনিধি
25-11-2024 03:52:30 PM
প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদাবাজী ও হয়রানির প্রতিবাদে রাজধানীর প্রথম বুড়িগগঙ্গা নদীর চীন-মৈত্রী সেতু অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় সিএনজি চালকরা। এসময় কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া সড়কের দুরপাল্লার পরিবহন বন্ধ ছিল। পরিবহন বন্ধ থাকায় দক্ষিনাঞ্চলের যাত্রীরা চরমভোগান্তির মুখে পরে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চীন-মৈত্রীর মাঝখানে অবরোধ করেন শত শত সিএনজি চালকরা। প্রায় ২ ঘন্টা অবরোধ থাকার পর প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।সিএনজি চালক জহির আহমেদ বলেন, রাজধানীর সিটি করপোরেশনের নামে একটি গ্রুপ চাঁদাবাজি করে আসছে। এই চাঁদাবাজদের কারনে সিএনজি অটোরিকসা চালকরা দিশে হাড়া হয়ে গেছে।

দক্ষিনাঞ্চলের বরিশালগামী ইলিশ পরিবহনের যাত্রী মরিয়ম বেগম বলেন, সিএনজি অটোরিকসা চালকরা সেতুতে অবরোধ করলে ঢাকার মাওয়া মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে করে দক্ষিণ বঙ্গের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের সময় গাড়িতে দুই ঘন্টা বসে থাকতে হয়েছে। 

দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেক যাত্রীরা যানবাহন থেকে নেমে পায়ে হেটেই অনেকেই সেতু পার হন। এতে চরম ভোগানিন্তর মুখে পরে যাত্রীরা। পুলিশ ঘটনাস্থলে আসলে স্বাভাবিক করতে পারেনি যান চলাচল। পরে চাঁদাবাজী বন্ধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় চালকরা। এদিকে দীর্ঘ দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও সেতুতে সিএনজি পারাপার বন্ধ থাকে। 

এবিষয়ে সিএনজি চালকদের নেতা মুন্না আহমেদ বলেন, চাঁদাবাজী বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচী দেবেন তারা।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকরা সেতুর উপড়ে অবরোধ করে। অবরোধের দুই ঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এসময় মাওয়া সড়কে যানচলাচল বন্ধ ছিল। 

ঢাকার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, সিটি করপোরেশনের নামে চাঁদাবাজির বিষয়টি উর্দ্ধোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধানের ব্যবস্থা নেয়া হবে। তবে আমরা যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন। পুলিশ চালকদের বুঝাতে সক্ষম হয়েছে।