ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ১১:১৬:০৯ PM

বিএনপির মঞ্চ ভেঙে আহত ২

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
05-04-2025 11:16:09 PM
বিএনপির মঞ্চ ভেঙে আহত ২

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে স্টেজ ভেঙে সাংবাদিক ও এক ছাত্রদল কর্মী আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।শনিবার (২৩ জুলাই) এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বেসরকারি সম্প্রচারমাধ্যম বাংলা টিভি জ্যেষ্ঠ প্রতিবেদক শিউলি আক্তার (৪০) ও রামপুরা এলাকার ছাত্রদল কর্মী নাইম হোসেন (২২)।ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিউলির বাম পায়ের পাতায় ব্যথা পেয়েছেন। তাকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আর নাইমের বাঁ পায়ের হাড়ে ফ্র্যাকচার রয়েছে। তিনি হাসপাতালে ভর্তি। সাংবাদিক শিউলি জানান, মঞ্চে উঠে তিনি বিএনপি নেতাদের বক্তব্য নিচ্ছিলেন। এ সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়েন। তারা আহত হন।

 

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া  এসব তথ্য নিশ্চিত করেছেন।