ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ১১:৪২:৩৮ PM

বুড়িগঙ্গায় ডুবে গেছে ওয়াটার বাস

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
21-09-2024 11:42:38 PM
বুড়িগঙ্গায় ডুবে গেছে ওয়াটার বাস

বুড়িগঙ্গা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় সদরঘাটে অর্ধশতাধিক যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে।  ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা।১৬ জুলাই রবিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওয়াটার বাসটি লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারল ইসলাম দোলন বলেন, খবর পেয়ে রাত নয়টার দিকে উদ্ধার অভিযান শুর করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সদরঘাট নদী ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার থেকে ১টি  ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে মোট ৩ টি ইউনিট উদ্ধার কাজ করছে । উদ্ধার অভিযানে ৩ নারীসহ ৫জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে অধিকাংশ লোক তীরে উঠে গেছে।