ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ১০:১১:০৮ PM

বিএইচবিএফসির ঋণ ৩.৮০ শতাংশ

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
19-09-2024 10:11:08 PM
বিএইচবিএফসির ঋণ ৩.৮০ শতাংশ

শ্রেণীকৃত ঋণ হ্রাস করার ক্ষেত্রে বিরল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের শেষ দিনে প্রতিষ্ঠানটির শ্রেণীকৃত ঋণের পরিমাণ মাত্র ১ শত ৬০ কোটি টাকা। মোট ঋণের বিপরীতে এর হার মাত্র ৩ দশমিক ৮০ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে বিএইচবিএফসির শ্রেণিকৃত ঋণ ছিল মোট ঋণের ৪ দশমিক ৬৫ শতাংশ।  এ ঋণ আদায়ে গত বছর  থেকে প্রবৃদ্ধি ১২ দশমিক ৫৭ শতাংশ।শুধুমাত্র শ্রেণীকৃত ঋণ আদায়েই নয়, সদ্য সমাপ্ত অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য এসেছে ঋণ মঞ্জুরী, ঋণ বিতরণ, অশ্রেণীকৃত ঋণ আদায় এবং বিচারাধীন মামলা নিষ্পত্তিতেও। এ অর্থবছরে বিএইচবিএফসি প্রতিষ্ঠানটির সর্বকালের সকল রেকর্ড ভেঙ্গে মোট ৮ শত ৪৬ কোটি টাকার ঋণ মঞ্জুর ও ৬ শত ৯৬ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। ঋণ মঞ্জুর ও ঋণ বিতরণে এ অর্থবছরে উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৮ শতাংশেরও বেশি।

সামষ্টিক ঋণ আদায়ও প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে এ বছরই সবচেয়ে বেশি যার পরিমাণ ৭ শত ১৬ কোটি টাকা। এ বছর ঋণ আদায়ে প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্দেশক সকল সূচকে রেকর্ড সাফল্যের ফলে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি মুনাফাও অর্জন করেছে রাষ্ট্রায়াত্ত্ব এ প্রতিষ্ঠানটি। এ অর্থবছরে অর্জিত মুনাফার পরিমাণ প্রায় ২ শত ৬৪ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার প্রায় ৯ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এর যথাযথ নির্দেশনা, পরিচালনা পর্ষদের উপযুক্ত মনিটরিং এবং দক্ষ ব্যবস্থাপনার নেতৃত্বে এ অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।