ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ১১:২১:০৯ PM

সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
05-04-2025 11:21:09 PM
সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন

রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামের একটি লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। শুক্রবার (৩০ জুন) বেলা ১১টায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।তিনি বলেন, সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ১১টা ৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে মোট ১২টি ইউনিট কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে জানা গেছে, দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত।