ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ০৪:০৮:০৭ AM

২৩-২৪ বাজেট সর্বশ্রেষ্ঠ বাজেট:ড.সেলিম

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
20-09-2024 04:08:07 AM
২৩-২৪ বাজেট সর্বশ্রেষ্ঠ বাজেট:ড.সেলিম

গত ১ জুন মহান জাতীয় সংসদে উত্থাপিত ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে মর্মে মন্তব্য করেছেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিএমএবি, বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। গত ২০ জুন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ  কর্তৃক আয়োজিত ঘোষিত বাজেট বিষয়ক এক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ইকোনমি সৃষ্টির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে জাতিকে উন্নত ও সমৃদ্ধশালী করার প্রত্যয়ে প্রণীত ৭ লক্ষ ৬১ হাজার ৭শ ৮৫ কোটি টাকার এ বাজেটকে তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট মর্মেও উল্লেখ করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর সুসেন কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা ও সেমিনারে উপাধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দিন আল আজাদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই কলেজের অধ্যাপক জেরিন খান ও মো. আসাদুজ্জামান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।