ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ০৪:০২:৫৫ AM

সাংবাদিক হত্যায় এমএফসি‘র উদ্বেগ

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
20-09-2024 04:02:55 AM
সাংবাদিক হত্যায় এমএফসি‘র উদ্বেগ

 সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর ভয়াবহ হামলা চালিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।  বৃহস্পতিবার ( ২২ জুন) এমএফসি এক বিবৃতিতে বলেছে, তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে জেনে আমরা গৃহীত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছি। কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, ঘটনার বিবরণ প্রকাশ করে এবং তথ্যর অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বাংলাদেশের সমাজে দায়িত্বশীল সবাইকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।  

 

যেসব দূতাবাস ও হাইকমিশন এই বিবৃতিতে সই করেছে, তারা হলো - কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।  এর আগে ১৪ জুন রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা প্রচণ্ডভাবে মারধর করে নাদিমকে। পরদিন ১৫ জুন বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।