ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫,
সময়: ০৪:২৯:১৩ PM

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক রিপোটার।। দৈনিক সমবাংলা
25-08-2025 12:48:08 PM
বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই অঞ্চলের অন্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন, যারা রোহিঙ্গাসহ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আসছে।রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় এক প্রেস বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমি পিগট বলেন,২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযানের পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছিল। বর্তমানে নতুন আগত হাজার হাজার রোহিঙ্গাসহ প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে।প্রতিবছর প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে, যা সংকটকে আরও জটিল করে তুলছে।