ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪,
সময়: ১২:৫৬:২১ PM

মুদ্রাস্ফিতিসহ ভয়ঙ্কর অর্থ সংকটে মানুষ

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
15-11-2024 12:56:21 PM
মুদ্রাস্ফিতিসহ ভয়ঙ্কর অর্থ সংকটে মানুষ

 বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিবএ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন কর্তৃত্ববাদী শাসনে দেশে ঘোর দুর্দিন নেমে এসেছে। দুঃশাসনের অরাজকতায় দেশকে ঠেলে দেয়া হয়েছে খাদের কিনারে। চরম মুদ্রাস্ফিতিসহ ভয়ঙ্কর অর্থ সংকটে মানুষের দিন কাটছে অর্ধাহারে অনাহারে, অপরদিকে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। এদিকে প্রায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা দেশ। লোডশেডিংয়ে বিপর্যস্ত প্রাত্যহিক স্বাভাবিক জীবনযাত্রা। নিদেন পক্ষে বৈদুত্যিক পাখা চালানোর জন্যও বিদ্যুৎ মিলছে না। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। হিটষ্ট্রোকে মারা যাচ্ছে মানুষ। বিদ্যুতের পাশাপাশি চলছে তীব্র গ্যাস সংকট। মিল-কল কারখানার উৎপাদন সব বন্ধ হয়ে যাচ্ছে। অথচ বিদ্যুৎ উৎপাদনের নামে তথাকথিত কুইক রেন্টালের মালিকানা দলীয় লোকদেরকে দিয়ে অবৈধ সরকার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার সুযোগ করে দিয়েছে।
আজ সকালে দলীয় কার্যালয় নয়াপল্টনে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন,   জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ১৫২টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার বেশীর ভাগই এখন অচল হয়ে পড়ে আছে। বিদ্যুতের সীমাহীন ব্যর্থতার মূল কারণ-ক্ষমতাসীন গোষ্ঠীর আত্মীয়স্বজনের বেপরোয়া লুন্ঠন। এরা স্বদেশ ও দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলী দিয়ে আত্মীয়তোষণ করতে গিয়েই বেসরকারী বিদ্যুতের কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়, ফলে জনগণকে শোষণ করার পথ উন্মুক্ত করেছে। আর পাচার হওয়া লুটের টাকার সমতা বিধানের জন্য দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এতে মধ্যম ও নি¤œ মধ্যম আয়ের মানুষকে সংকটের মধ্যে ফেলা হয়েছে। টাকা পাচারকারীদের যাতে বিচার না হয় সে কারণে বিনাভোটের পার্লামেন্টে ইন্ডেমনিটি আইন পর্যন্ত করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে সাফল্যের কীর্তিগাথা প্রচারে উৎসব করা হয়েছিল। শত শত কোটি টাকার শ্রাদ্ধ করে সক্ষমতা-অর্জন উৎসব করা হয়েছিল। বিরাট লেজারশো হয়েছিল। তথাকথিত লোক দেখানো উন্নয়নের ঢাক-ঢোল পিটানো হয়েছিল। এখন জনগণ লোডশেডিংয়ের উৎসব দেখছে। হারিকেন আর কুপির ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসছে তথাকথিত উন্নয়নের ধ্বজাধারী নিশিরাতের সরকার। এদিকে প্রকৃত অবস্থা হলো দেশের রাজকোষ খালি হয়ে গেছে। অর্থনীতিতে চলছে ভয়াবহ মন্দা। চরম ডলার সংকট, এলসি খোলা বন্ধের পথে, সেখানে বিপুল অংকের ডলার খরচ করে বিশাল বহর নিয়ে শেখ হাসিনার বিদেশ ভ্রমণ প্রমাণ করে আমরা খামখেয়ালীপূর্ণ হবু চন্দ্র রাজার দেশে বাস করছি। দেশের জনগণ শেখ হাসিনার ১৫ বছরের দুঃশাসন, নিস্পেষন, অবিচার-অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে অঙ্গীকারাবদ্ধ। মাদার অফ ডেমোক্র্যাসি বেগম খালেদা জিয়ার স্বৈরাচার বিরোধী আপোষহীন আন্দোলনের চেতনায় দেশের জনগণ আজ তাদের লুন্ঠিত ভোটের অধিকার ফিরে পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।