
ইরান থেকে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ভারতের ছয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।নিষেধাজ্ঞার ফলে এসব কোম্পানির যুক্তরাষ্ট্রে বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন যেকোনো স্থানে থাকা সম্পদ ও অর্থনৈতিক স্বার্থ ‘ব্লক’ বা জব্দ থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ইরানি শাসকগোষ্ঠী তাদের তেল বিক্রির রাজস্ব ব্যবহার করে মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দিচ্ছে, বিদেশে সন্ত্রাসবাদে অর্থায়ন করছে এবং দেশের জনগণের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা সেই অর্থপ্রবাহ বন্ধ করার চেষ্টা করছি।নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতের ছয়টি কোম্পানি হলো—অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড; গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড; জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড; রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি; পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড ও কাঞ্চন পলিমার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই ছয়টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ ১৩৮৪৬-এর ধারা ৩(এ)(৩)-এর অধীনে ইরানি পেট্রোকেমিক্যাল পণ্যের উল্লেখযোগ্য লেনদেনে সচেতনভাবে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যেসব কোম্পানি এই নিষিদ্ধ প্রতিষ্ঠানগুলোর ৫০ শতাংশ বা তার বেশি শেয়ারে মালিকানা রাখে, তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
নিষেধাজ্ঞার ফলে মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠানের পক্ষে এই কোম্পানিগুলোর সঙ্গে কোনো আর্থিক লেনদেন, পণ্য বা সেবা আদান-প্রদান নিষিদ্ধ। একইভাবে এসব নিষিদ্ধ কোম্পানির পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রে কোনো ধরনের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এর পাশাপাশি বিশ্বের আরও ২০টি প্রতিষ্ঠানের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন, যারা ইরানের সঙ্গে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।