ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫,
সময়: ১১:২০:৫৫ PM

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশিসহ নিহত ৪

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
29-07-2025 12:41:11 PM
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশিসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী এবং এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ‘নিহত ৩৬ বছর বয়সী পুলিশ সদস্য দিদারুল ইসলাম সাড়ে তিন বছর ধরে ওই বিভাগে কাজ করছেন।তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী ছিলেন।’  তিনি আরো জানান, মিডটাউনে হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন যাদের মধ্যে চারজন মারা গেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে। তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।তিনি একজন ‘বীর’ হিসেবে মারা গেছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।  ঘটনার সময় বন্দুকধারী একটি রাইফেল হাতে ম্যানহাটনের একটি আকাশচুম্বী ভবনে ঢুকে পড়ে। ভবনে প্রবেশ করেই পুলিশ সদস্য দিদারুল ইসলামসহ চারজনকে গুলি করে হত্যা করে। ২৭ বছর বয়সী সন্দেহভাজনকেও পরে মৃত অবস্থায় পাওয়া যায়।ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন চারজনকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
বন্দুকধারী এনএফএল এবং হেজ ফান্ড জায়ান্ট ব্ল্যাকস্টোনের সদর দপ্তর হিসেবে কাজ করে এমন ভবনে ঢুকে গুলি চালায়। ৩৪৫ পার্ক এভিনিউয়ের আকাশচুম্বী এই ভবনটিতে কেপিএমজি এবং ডয়চে ব্যাংকসহ আরো বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া ভবনটিতে ব্ল্যাকস্টোন এবং আয়ারল্যান্ডের কনস্যুলেট জেনারেলের অফিসও রয়েছে। টাওয়ারের আশপাশের এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় সময় গতকাল সোমবার ব্যস্ত সময়ে ম্যানহাটনে এ ঘটনায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এটি মিডটাউনের একটি ব্যস্ত এলাকায় অবস্থিত। অফিস ব্লকের নিচে কিছু অর্থ দিয়ে কর্মী খাবারের দোকান থেকে রাতের খাবার কিনছিলেন এবং তখনই তারা একটি বিকট শব্দ শুনতে পান এবং লোকজনকে দৌড়াতে দেখেন। ঘটনাস্থলের কাছে থাকা বিবিসির একজন সাংবাদিক বলেছেন, ‘আমি দেখলাম একজন লোককে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তার বুকে ব্যান্ডেজ বাঁধা ছিল।’

আইন প্রয়োগকারী সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, লাস ভেগাসের বাসিন্দা ২৭ বছর বয়সী শেন তামুরাকে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে শনাক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি এম-ফোর রাইফেল এবং গুলিবিদ্ধ ম্যাগাজিনসহ একটি রিভলবার পাওয়া গেছে। তার নেভাদা রাজ্যের ড্রাইভিং লাইসেন্স ছিল বলেও তিনি নিশ্চিত করেছেন।

নিরাপত্তা ক্যামেরা থেকে ধারণ করা ছবিতে দেখা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (যুক্তরাজ্যের রাত ১১.৩০ মিনিটে) স্পোর্টস কোট, শার্ট এবং একটি বড় অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে তামুরা ৩৬৫ পার্ক এভিনিউয়ের ভবনের অফিস ব্লকে প্রবেশ করছেন। পরে ৪৪ তলা ভবনের ৩৩তম তলায় তার মৃতদেহ পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে, তিনি আত্মঘাতী হয়ে মারা গেছেন।

এক্সে এক বিবৃতিতে পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, বন্দুকধারীর মৃত্যু হয়েছে এবং ঘটনাস্থল বর্তমানে নিয়ন্ত্রণে আছে।নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক্সে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘গুলিবর্ষণে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের আঘাতের তীব্রতা এখনো জানা যায়নি।’ কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ‘এই মুহূর্তে সন্দেহভাজনের অপরাধমূলক কোনো ইতিহাস পাওয়া যায়নি।’

হামলাকারী কেন ওই ভবনটিতে হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাস ভেগাসের কর্মকর্তাদের মতে, গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ইতিহাস তাদের কাছে নথিভুক্ত রয়েছে। এফবিআই জানিয়েছে, তাদের নিউ ইয়র্ক ফিল্ড অফিসের এজেন্টরাও ঘটনাস্থলে সহায়তা প্রদান করছে। নিউ ইয়র্কের সিনেটর চাক শুমার এবং কার্স্টেন গিলিব্র্যান্ড সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সূত্র : সিএনএন, বিবিসি