ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫,
সময়: ১২:২১:৪০ PM

দগ্ধ আয়মানও চলে গেল না ফেরার দেশে

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
25-07-2025 12:30:18 PM
দগ্ধ আয়মানও চলে গেল না ফেরার দেশে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেল আরো একটি ফুল। শুক্রবার (২৫ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় ১০ বছর বয়সী দগ্ধ আয়মানের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।শাওন বিন রহমান জানান, আয়মানের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সকাল সাড়ে ৯টায় সে মারা যায়। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৪ জন ও ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে একজনের মৃত্যু হলো।উল্লেখ্য, বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান গত সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে অন্তত ৫০ জন। হতাহতদের বেশির ভাগই শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রী।