ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫,
সময়: ০১:২৮:৩৮ AM

এই কেমন বিচার? দিনা মন্ডল

এ.এস.সরকার নাঈম
23-07-2025 02:59:29 PM
এই কেমন বিচার? দিনা মন্ডল

দিনা মন্ডল, এই প্রজন্মের একজন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। স্টেজ শোতেই তার ব্যস্ততা বেশি। তার নিজের বেশ কয়েকটি মৌলিক গানও রয়েছে। তবে আরও ভালো ভালো কিছু মৌলিক গান করছেন তিনি।এরইমধ্যে গীতিকার ও সুরকার অধম শুভ'র গানে কাজ করেছেন তিনি। যে গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছেদিনা, এমনটাই জানালেন। এছাড়াও আরও দুটো মৌলিক গান তার প্রস্তুত। পাশাপাশি বিশ্ব অলি হযরত রাহাত শাহ্ এর ওরশ উপলক্ষে  রয়েছে তার গান, সবগুলো গানেরই রেকর্ডিং-এর কাজ শেষ। এখন শুধু মিউজিক ভিডিওর কাজ বাকি। দিনাজানান, মিউজিক ভিডিওর কাজ শেষ হবার সঙ্গে সঙ্গেই আর দেরি করবেন না তিনি। বহুদিন হলো নতুন গান প্রকাশ্যে নেই তার।
হঠাৎ গত দুইদিন ধরে রাত গভীর হলে বিরহের পোষ্ট করেন, তোমার সনে প্রেম করিয়া কলঙ্ক ঘোষনা, আমায় নিয়ে রাস্তা ঘাটে করে আলোচনা। 
কখনো বা লিখেন, আমি তবুও তোমার মন পাইলাম না। এই কেমন বিচার?
প্রতিবার'ই এই শিল্পীর ভক্তদের প্রশ্ন থাকে কি হয়েছে?  কেন এমন পোষ্ট? কখনো কেউ জানতে চান এমন গান তো শুনি নাই তবে কি শিল্পীর সংসার জীবনে ইতি টানতে যাচ্ছেন নাকি নতুন প্রেমে মজেছেন?
দিনা মন্ডল কখনো সরাসরি কিছু বলেননি।
কখনো বলেছেন এই কেমন বিচার?  অপেক্ষা করুন.... 
কখনো বলেছেন জানতে আমার অফিসিয়াল পেজ বাউল মনের সাথে'ই থাকুন।
এমন পোষ্ট নিয়ে দিনা মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি তার পোষ্ট নিয়ে মুখ খোলেছেন।
""তোমার সনে প্রেম করিয়া কলঙ্ক ঘোষনা, 
আমায় নিয়ে রাস্তা ঘাটে করে আলোচনা , 
আমি তবুও তোমার মন পাইলাম না। 
এই কেমন বিচার?  সম্পর্কে তিনি বলেন গীতিকার ও সুরকার অধম শুভ চাঁন আল-মাছিমনগরী'র সাহেব এর লিখা অংশ বিশেষ যা আমার গাওয়া অপ্রকাশিত মৌলিক গান, গত দুইদিন আগে শুটিং শেষ করেছি এখন রিলিজের অপেক্ষায়।
শারীরিক অসুস্থতার কারনে ঘুম আসছিলো না তখন আমার অফিসিয়াল পেজ থেকে গানের কিছু অংশ লিখা,  আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে লিখিনি। জাষ্ট গানের অংশ বিশেষ। অনেকে মনে করেছে আমার স্বামীর সাথে ঝামেলা হয়েছে কিন্তু এই অগ্রযাত্রার পেছনের কারিগর তার স্বামী মাহতাব হোসেন। অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিয়েছেন আমাকে। সার্বিক সফরযাত্রী হিসেবে কোন গান কখন মানুষের মন জয় করবে সেই দিকনির্দেশনা দেন তিনি। অনেকে অনেক ভাবে নিচ্ছেন, তাদের ভাবনা চিন্তা দেখে আমিও মনে মনে ভাবলাম এখন প্রকাশ করবো না, কিছু দিন যাক তার পরে প্রকাশ করবো কিন্তু দেখলাম ভক্তরা রিতীমত ফোন দিয়ে জানতে চাচ্ছে তখনো চুপ ছিলাম কিন্তু সাংবাদিকের সাথে তো চুপ থাকা যায় না।
তাই নতুন গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে হাজির হতে চান তিনি। দিনার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ছিল "একা আছি একা ছিলাম।
গানটি লিখেছেন কাঙ্গাল মুরাদ। দিনা বলেন,ছোট বেলা থেকেই গান শিখেছি,গানের জন্য দাদী আরজিনা বেগম ও নানা আকবর আলী পারিবারিক সহযোগীতা করেছেন। বাউলের সঙ্গে শিখেছি নজরুল সংগীতও। আমার গানের প্রথম শিক্ষক ছিলেন নজরুল সংগীত শিল্পী মুজিবুর রহমান। 
লালন গানের গুরুমুখী বিদ্যার প্রথম ওস্তাদ বাউল শাহাবুল,এখন গানের দীক্ষা নিচ্ছি বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শফি মন্ডলর কাছে।
 একটু একটু করে গানকেই জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নিয়েছি। এখন গানই আমার পেশা, গানই আমার ধ্যান জ্ঞান। অধম শুভ'র লিখা আমি তবুও তোমার মন পাইলাম না? এই কেমন বিচার? 
 গানটি দ্রুতই প্রকাশ পাবে। এছাড়া বাকি গানগুলোও একটার পর একটা প্রকাশ পাবে।