ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫,
সময়: ১২:৪১:০৩ PM

৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
27-01-2025 05:39:17 PM
৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ছয় পুলিশ সদস্যসহ আটজনের  বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।ৃগ্রেপ্তারি পরোয়ানা জারি করার মধ্যে ৬ জন হচ্ছেন পুলিশের সদস্য। বাকি দুজন হচ্ছেন আওয়ামী লীগ নেতা বা প্রভাবশালী নেতা।তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।তাজুল ইসলাম বলেন, চারটি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।