ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫,
সময়: ১১:০১:১১ AM

৩ ঘণ্টা পর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
17-01-2025 07:16:12 PM
৩ ঘণ্টা পর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগ কাঁচাবাজারে একটি লেদার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা সম্মিলিত তিন ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন দুপুর ২টা ১৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম কালবেলাকে জানান, ৭ তলা ভবনটির ৫ তলায় লেদারের গোডাউন। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি বলে জানান তিনি।