হাজারীবাগ বাজারের একটি ট্যানারি গোডাউনে আগুন লেগেছে।শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটেছে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার । তিনি জানান, হাজারীবাগের ট্যানারী কাঁচাবাজার এলাকার চার তলা ভবনের দ্বিতীয় তলায় লেদারের গোডাউনে আগুন লেগেছে। এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও চরটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।