ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫,
সময়: ০৯:৪৭:০৫ PM

প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
10-01-2025 02:57:36 PM
প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

বাংলাদেশে প্রথমবার পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটি শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।আইইডিসিআর জানিয়েছে, কারও ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। চিকিৎসা শেষে পাঁচজনই বাড়ি ফিরে গেছেন।আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, খেজুরের কাঁচা রস খেয়ে প্রতিবছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমন লক্ষণ দেখে সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও পাঁচজনের শরীরে পাওয়া গেছে রিওভাইরাস।রিওভাইরাসের সাধারণ লক্ষণগুলো হলো- শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া।তবে এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই।