ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৯:১৩:৫০ AM

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
09-12-2024 11:26:40 AM
ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁঁছান তিনি। রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করবে বাংলাদেশ ও ভারত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ের বৈঠক শুরুর আগে একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ও বিক্রম মিশ্রি।পরে জসীম-মিশ্রির নেতৃত্বে শুরু হবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিক্রম মিশ্রির। বৈঠক শেষে আজ রাতেই ঢাকা ছাড়বেন ভারতের পররাষ্ট্র সচিব।