ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ০১:২১:৪৯ PM

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ,নিহত আরও ৪৮

আর্ন্তজাতিক রিপোটার।। দৈনিক সমবাংলা
06-12-2024 12:26:52 PM
গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ,নিহত আরও ৪৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০১ জন। তাছাড়া অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে।এদিকে, গাজায় গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এ নিয়ে মোট প্রাণহানি সাড়ে ৪৪ হাজার ছাড়ালো। আর আহতের সংখ্যা প্রায় ১ লাখ ৬ হাজার। এছাড়া অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মূলত ইসরায়েলি আগ্রাসন গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা, যা উপত্যকাটার মোট জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। সূত্র: আল জাজিরা